আকাশপ্রদীপ – রবীন্দ্রনাথ ঠাকুর গোধূলিতে নামল আঁধার , ফুরিয়ে গেল বেলা , ঘরের মাঝে সাঙ্গ হল চেনা মুখের মেলা । দূরে তাকায় লক্ষ্যহারা নয়ন ছলোছলো , এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো । মিলনরাতে সাক্ষী ছিল যারা আজো জ্বলে... Read more
আকাশতলে উঠল ফুটে – রবীন্দ্রনাথ ঠাকুর আকাশতলে উঠল ফুটে আলোর শতদল। পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক্-দিগন্তরে, ঢেকে গেলো অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে, ভাই, আছি বসে – আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে... Read more
আকাশ – রবীন্দ্রনাথ ঠাকুর শিশুকালের থেকে আকাশ আমার মুখে চেয়ে একলা গেছে ডেকে। দিন কাটত কোণের ঘরে দেয়াল দিয়ে ঘেরা কাছের দিকে সর্বদা মুখ-ফেরা; তাই সুদূরের পিপাসাতে অতৃপ্ত মন তপ্ত ছিল। লুকিয়ে যেতেম ছাতে, চুরি করতেম আকাশভরা সোনার বরন ছুটি,... Read more
আঁখি পানে যবে আঁখি তুলি – রবীন্দ্রনাথ ঠাকুর আঁখি পানে যবে আঁখি তুলি দুখ জ্বালা সব যাই ভুলি। অধরে অধরে পরশিয়া প্রাণমন উঠে হরষিয়া। মাথা রাখি যবে ওই বুকে ডুবে যাই আমি মহা সুখে। যবে বল তুমি, “ভালবাসি’, শুনে শুধু... Read more
অসম্ভব – রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণ হয়েছে বিচ্ছেদ , যবে ভাবিনু মনে , একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে । শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে , খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে , দূর হতে শুনি বারুণী নদীর তরল রব... Read more