Gaan Bhango গানভঙ্গ– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

গানভঙ্গ – রবীন্দ্রনাথ ঠাকুর গাহিছে কাশীনাথ নবীন যুবা, ধ্বনিতে সভাগৃহ ঢাকি, কণ্ঠে খেলিতেছে সাতটি সুর সাতটি যেন পোষা পাখি; শানিত তরবারি গলাটি যেন নাচিয়া ফিরে দশ দিকে— কখন কোথা যায় না পাই দিশা, বিজুলি-হেন ঝিকিমিকে। আপনি গড়ি তোলে বিপদজাল, আপনি... Read more

Ganguli Mor Bishe Dhala গানগুলি মোর বিষে ঢালা– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

গানগুলি মোর বিষে ঢালা – রবীন্দ্রনাথ ঠাকুর গানগুলি মোর বিষে ঢালা কী হবে আর তাহা বই? ফুটন্ত এ প্রাণের মাঝে বিষ ঢেলেছে বিষময়ী! গানগুলি মোর বিষেঢালা, কী হবে আর তাহা বই? বুকের মধ্যে সর্প আছে, তুমিও সেথা আছে অয়ি! Heinrich... Read more

Gan Gaoyale Amay গান গাওয়ালে আমায়– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

গান গাওয়ালে আমায় – রবীন্দ্রনাথ ঠাকুর গান গাওয়ালে আমায় তুমি কতই ছলে যে, কত সুখের খেলায়, কত নয়নজলে হে। ধরা দিয়ে দাও না ধরা, এস কাছে, পালাও ত্বরা, পরান কর ব্যথায় ভরা পলে পলে হে। গান গাওয়ালে এমনি করে কতই... Read more

Gan Arombu গান আরম্ভ– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

গান আরম্ভ – রবীন্দ্রনাথ ঠাকুর চারি দিকে খেলিতেছে মেঘ , বায়ু আসি করিছে চুম্বন — সীমাহারা নভস্তল দুই বাহু পসারিয়া হৃদয়ে করিছে আলিঙ্গন । অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার ! যবে... Read more

Gan (Chutali Kabbogontho) গান (চৈতালি কাব্যগ্রন্থ)– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

গান (চৈতালি কাব্যগ্রন্থ) – রবীন্দ্রনাথ ঠাকুর তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে হৃদয়ে আমার । যৌবনসমুদ্রমাঝে কোন্‌ পূর্ণিমায় আজি এসেছে জোয়ার ! উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে এ মোর নির্জন তীরে কী খেলা তোমার ! মোর সর্ব বক্ষ... Read more