গীতোচ্ছ্বাস – রবীন্দ্রনাথ ঠাকুর নীরব বাঁশরিখানি বেজেছে আবার । প্রিয়ার বারতা বুঝি এসেছে আমার বসন্তকানন-মাঝে বসন্তসমীরে । তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত । তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে পুরাতন হাসিগুলি ফুটে শত শত । তাই বুঝি হৃদয়ের বিস্মৃত... Read more
গীতহীন – রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছে মোর বীণাপাণি কতদিন হল সে না জানি । কী জানি কী অনাদরে বিস্মৃত ধূলির পরে ফেলে রেখে গেছে বীণাখানি । ফুটেছে কুসুমরাজি — নিখিল জগতে আজি আসিয়াছে গাহিবার দিন , মুখরিত দশ দিক ,... Read more
গিরিবক্ষ হতে আজি – রবীন্দ্রনাথ ঠাকুর গিরিবক্ষ হতে আজি ঘুচুক কুজ্ঝটি-আবরণ, নূতন প্রভাতসূর্য এনে দিক্ নবজাগরণ। মৌন তার ভেঙে যাক, জ্যোতির্ময় ঊর্ধ্ব লোক হতে বাণীর নির্ঝরধারা প্রবাহিত হোক শতস্রোতে। (স্ফুলিঙ্গ) Read more
গালির ভঙ্গি – রবীন্দ্রনাথ ঠাকুর লাঠি গালি দেয়, ছড়ি, তুই সরু কাঠি! ছড়ি তারে গালি দেয়, তুমি মোটা লাঠি! (কণিকা কাব্যগ্রন্থ) Read more
গায়ে আমার পুলক লাগে – রবীন্দ্রনাথ ঠাকুর গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর। আজিকে এই আকাশতলে জলে স্থলে ফুলে ফলে কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর। কেমন খেলা হল আমার আজি তোমার... Read more
