চেয়ে থাকা – রবীন্দ্রনাথ ঠাকুর মনেতে সাধ যে দিকে চাই কেবলি চেয়ে রব। দেখিব শুধু, দেখিব শুধু, কথাটি নাহি কব। পরানে শুধু জাগিবে প্রেম, নয়নে লাগে ঘোর, জগতে যেন ডুবিয়া রব হইয়া রব ভোর। তটিনী যায়, বহিয়া যায়, কে জানে... Read more
চুরি-নিবারণ – রবীন্দ্রনাথ ঠাকুর সুয়োরাণী কহে, রাজা দুয়োরাণীটার কত মতলব আছে বুঝে ওঠা ভার। গোয়াল্-ঘরের কোণে দিলে ওরে বাসা, তবু দেখো অভাগীর মেটে নাই আশা। তোমারে ভুলায়ে শুধু মুখের কথায় কালো গরুটিরে তব দুয়ে নিতে চায়। রাজা বলে, ঠিক ঠিক,... Read more
চিরায়মানা – রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ। বেণী নাহয় এলিয়ে রবে, সিঁথি নাহয় বাঁকা হবে, নাই-বা হল পত্রলেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। যেমন আছ তেমনি এসো, আর করো না সাজ।।... Read more
চিরনবীনতা – রবীন্দ্রনাথ ঠাকুর দিনান্তের মুখ চুম্বি রাত্রি ধীরে কয়— আমি মৃত্যু তোর মাতা, নাহি মোরে ভয়। নব নব জন্মদানে পুরাতন দিন আমি তোরে ক’রে দিই প্রত্যহ নবীন। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
চিরদিন – রবীন্দ্রনাথ ঠাকুর কোথা রাত্রি , কোথা দিন , কোথা ফুটে চন্দ্র সূর্য তারা , কে বা আসে কে বা যায় , কোথা বসে জীবনের মেলা , কে বা হাসে কে বা গায় , কোথা খেলে হৃদয়ের খেলা ,... Read more
