আইসক্রিম – শামসুর রাহমান হঠাৎ পৃথিবীটাকে কেমন আলাদা মনে হয় বালকের। ভেণ্ডারের কাছ থেকে তৃষ্ণার্ত দুপুরে কিনেছে আইসক্রিম ছোট মাটির কলস ভেঙে জমানো পয়সা বের করে। পৌরপথে হেঁটে-হেঁটে বালক আইসক্রিম করছে লেহন; রূপকথা থেকে এক রাজা এসেছেন এ শহরে, মনে... Read more
অস্ত্রে আমার বিশ্বাস নেই – শামসুর রাহমান কস্মিনকালেও অস্ত্রে আমার বিশ্বাস নেই। না ছোরা, না ভোজালি, না সড়কি না বল্লম না তলোয়ার না বন্দুক- কোনা কিছুরই প্রয়োজন নেই আমার। আমি মারমুখো কোনো লোক নই। বালক বয়সেও আমি কোনো ফড়িং-এর পাখনা... Read more