খ্যাতি আছে সুন্দরী বলে তার
– রবীন্দ্রনাথ ঠাকুর
খ্যাতি আছে সুন্দরী বলে তার,
ত্রুটি ঘটে নুন দিতে ঝোলে তার;
চিনি কম পড়ে বটে পায়সে
স্বামী তবু চোখ বুজে খায় সে–
যা পায় তাহাই মুখে তোলে তার,
দোষ দিতে মুখ নাহি খোলে তার।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)