Urar Anonde Pakhi ওড়ার আনন্দে পাখি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagore

Rate this Book

ওড়ার আনন্দে পাখি
– রবীন্দ্রনাথ ঠাকুর

ওড়ার আনন্দে পাখি
শূন্যে দিকে দিকে
বিনা অক্ষরের বাণী
যায় লিখে লিখে।
মন মোর ওড়ে যবে
জাগে তার ধ্বনি,
পাখার আনন্দ সেই
বহিল লেখনী।

(স্ফুলিঙ্গ)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *