প্রিয়তমা লেখক: সালাহউদ্দিন জাহাঙ্গীর – বই রিভিউ

Rate this Book

বই: প্রিয়তমা
লেখা: সালাহউদ্দিন জাহাঙ্গীর

দোকানদারকে যখন বলেছিলাম- প্রিয়তমা বইটি আছে? পাশে থাকা কয়েকজন এমনভাবে আমার দিকে তাকালো; ভাবখানা যেন এমন- হুজুর হয়ে ‘প্রিয়তমা’ পড়ো?

এটা বলার কারণ; অপরিচিত যে কারোর জন্য এই বইটা নাম দিয়ে ভিতর উদ্ধার করা কষ্টকর হয়ে যাবে।

 

‘প্রিয়তমা’-প্রিয় নবীর প্রেমময় দাম্পত্যজীবন ও ভালোবাসায় পরিপূর্ণ ঘরোয়া জীবনের এক অনবদ্য উপাখ্যানগ্রন্থ।

একদিকে নিরেট নির্মোহ ইতিহাসের বর্ণিল আয়োজন, আরেক দিকে উম্মুল মুমিনিনদের জীবনের অনালোচিত অধ্যায়ের নতুন আবিস্কার।

 

আপনি প্রথম দু’ চার পাতায় চোখ বুলালেই এর প্রেমাসক্ত হয়ে যাবেন। আর কেনই বা হবেন না? প্রেমের কাহিনিতেই তো ভরপুর বইটি। আর যেনতেন কারো প্রেমকাহিনি নয়। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবের প্রেমকাহিনী। প্রিয়তমা স্ত্রীদের সাথে ঘটে যাওয়া প্রেমকাহিনি। উম্মাহাতুল মূমিনিনদের প্রেমকাহিনী। তাহলে কেনই বা আপনি বিমোহিত হবেন না?

 

রাসূল সা. এর জীবনী কমবেশি আমাদের অনেকের জানা আছে। কেউ আরেকটু বেশি পড়ে থাকলে আয়েশা, খাদিজা রা. এর জীবনীও টুকটাক জেনে থাকবেন।

কিন্তু, রাসূল সা. এর প্রিয়তমা স্ত্রীগণ, যাদের সংখ্যা এগারো। সাথে দুইজন বাদীও। তাদের ব্যাপারে আমাদের কতটুকু জানা রয়েছে? কতটুকু জানি তাদের পারস্পরিক সম্পর্কে! তারাও তো আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। তাদের মধ্যেও ঝগড়া, মনোমালিন্য হতো। কৌতুক হতো, দৌড় প্রতিযোগিতা হতো। সতীনদের মাঝে নারীসূলভ ঈর্ষা হতো। গ্রন্থকার ইত্যাদি নানান বিষয়ে সাজিয়ে তুলেছেন “প্রিয়তমা”কে।

 

🔰বইটি কেন পড়বেন?

একটি আদর্শ ফ্যামিলির জন্য রাসূল সা. এর ফ্যামিলি হলো সর্বোৎকৃষ্ট রুল মডেল। সুন্দর পারিবারিক জীবন ব্যবস্থার শিক্ষা আপনি এর চেয়ে উত্তম আর কোথায় পাবেন?

 

🔰পাঠ প্রতিক্রিয়া

বইটি পড়তে পড়তে অনেকাংশে আমি কেদেছি,অনেক জায়গায় একা একা হেসেছি,অনেক ক্ষেত্রে মনে হয়েছে বাস্তবে আমি তাদের দেখছি।

 

🔰ব্যক্তিগত মন্তব্য

বইটি আপনি ১০ বার পড়লেও বিন্দুমাত্র একঘেয়েমি লাগবেনা। সাবলীল ভাষা ও প্রাঞ্জল গদ্যে রাসুলের দাম্পত্যজীবনের পূর্ণ ছায়াছবি উঠে এসেছে এ গ্রন্থে। প্রতিটি ফ্যামিলিতে বইটি থাকা উচিত বলে মনে করি!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *