যে বইতে পাবেন স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীদের কাহিনী
আপনি কি জানেন, আধুনিক সভ্যতার জনক কেন মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের বলা হয়? কি অবাক হলেন প্রশ্নটি শুনে? আরও অবাক হবেন, যখন ইতিহাসের পাতায় দেখবেন, পদার্থবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, গণিত,ভূগোল ভূতত্ত্ব, স্থাপত্য, মনস্তত্ত্ব, জ্যোতিবিদ্যা, জীববিজ্ঞান, রসায়ন, সাহিত্য শিল্পকলা বা দর্শন, জ্ঞানের এমন কোনো শাখা নেই, যেখানে মুসলিম মনীষীরা অবদান রাখেন নি। আজকের উন্নত চিকিৎসা ব্যবস্থা ও কম্পিউটার ভিত্তিক তথ্যপ্রযুক্তি মুসলিম বিজ্ঞানীদের গবেষণার ওপর সরাসরি নির্ভরশীল।
মুসলিম সেসব বিজ্ঞানীদের সংক্ষিপ্ত জীবনী, বিজ্ঞানে তাদের অবদান, আবিষ্কার নিয়ে রচিত ‘স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীরা’ বইটি। মুসলিমদের সোনালী ইতিহাস সম্পর্কে জানতে এবং অতীতের মুসলিম বিজ্ঞানীদের কাছে বর্তমান আধুনিক বিজ্ঞান কতটা ঋণী বুঝতে এই বইটি দারুণ ভূমিকা রাখবে।