দৈনন্দিন দুআ ও রুকইয়াহ – বদনজর, জাদুটোনার চিকিৎসা করুন কুরআন-সুন্নাহর পদ্ধতিতে

5/5 - (1 vote)

বদনজর, জাদুটোনার চিকিৎসা করুন কুরআন-সুন্নাহর পদ্ধতিতে
.
বদনজর, জিনের আসর, শত্রুদের দ্বারা জাদুটোনার মতো নানান অনাকাঙ্ক্ষিত বিপদ আমাদের জীবনে আসতেই থাকে। এগুলোকে বিজ্ঞান এখনো সত্যায়ন করতে না পারলেও ইসলাম এর সত্যতা স্বীকার করে। ইসলামে বলে, এগুলো আল্লাহর হুকুমেই হয়। পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছে, কীভাবে এসব থেকে রেহাই পাবেন। ইসলামসম্মত পদ্ধতিতে এই চিকিৎসাকে বলে ‘রুকইয়াহ।’
.
‘দৈনন্দিন দুআ ও রুকইয়াহ’ বইতে দৈনন্দিন সেসব দুআ ও রুকইয়াহ সংক্রান্ত প্রায় সব আমলই পাবেন। চার কালারে দৃষ্টিনন্দন ছাপা, কুরআনের আয়াতগুলো তাজওইদের নিয়ম অনুসারে কালার কোড করা, ছোট সাইজের, তাই সহজে বহনযোগ্য। পাঠকের প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে রুকইয়াহ অংশের শেষে দৈনন্দিন দুআর অংশ যুক্ত করে দেয়া হয়েছে। প্রতিটি দুআ ও আমল রেফারেন্সসহ উল্লেখ পাবেন।
.
লিংক কমেন্টে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *