এক বইতে ১০৩ জন খলিফার জীবনী!

5/5 - (5 votes)

আমাদের গৌরব ও সৌরভের, আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক খলিফাদের ইতিহাস আলোচনা করা হয়েছে ‘খলিফাদের সোনালি ইতিহাস’ বইতে। সায়্যিদ আবদুল কুদ্দুস হাশেমী এই বইতে ১০৩ জন খলিফার সংক্ষিপ্ত ইতিহাস এতে আলোচনা করা হয়েছে।

এছাড়া খেলাফতে রাশিদার জৌলুস, বনু উমাইয়ার সূচনা-সমাপ্তি , আব্বাসিদের উত্তান-পতন, চেঙ্গিস খান ও হালাকু খানের তাণ্ডব, উসমানী সালতানাতের সূচনা ও উসমানীদের খেলাফত লাভের ইতিহাস তুলে ধরা হয়েছে। উসমানী খেলাফতের আলোচনায় উসমানীদের প্রাথমিক সুলতানদের বীরত্বপূর্ণ ইতিহাসও উল্লেখ করা হয়েছে।
.
ইসলামের ধারাবাহিক ইতিহাস ও খেলাফতে রাশিদা থেকে উসমানি খেলাফতের পতন পর্যন্ত সুদীর্ঘ ১৩ শ বছরের-ও অধিক সময় ধরে টিকে থাকা ইসলামি খেলাফতের ধারাবাহিক ইতিহাস জানতে এই বই সব ধরণের পাঠকের জন্য ফলপ্রসূ হবে ইনশা আল্লাহ।

বইটি অর্ডার করলে পাবেন আরেকটি বই ‘কর্মের প্রতি উৎসাহ প্রদান’ ফ্রি!
এই অফারটি সাময়িক সময়ের জন্য।
লিংক কমেন্টে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *