আল্লামা আনোয়ার শাহ কাশমিরি

Rate this Book

একটা বইয়ের কাভার ফাইনাল হলে কালাম ভাই কে বলি, ভাই কাভার টা পোস্ট দিয়েন না, বইটা ছাপায় তুলে একসাথেই সব কিছু শুরু করবো, কিন্তু সে এক দিয়া কথা শুনে আরেক কান দিয়া বের করে দেয়।

আমাদের কাছে বলে আচ্ছা ঠিকাছে কাজ আগাও তোমরা, কিন্তু একটু পরে ফেসবুকে এসে দেখি আল্লাহর বান্দা সেই প্রচ্ছদ পোস্ট করে বসে আছে।

সকাল থেকে এ বইটার বেশ কিছু কাভার জমা দিয়েছেন আমাদের প্রিয় শিল্পী Muhareb Mohammad ব্রো, শেষ পর্যন্ত এটাই সবার বেশি পছন্দ হয়েছে, কালাম ভাইকে বললাম ভাই আফগানিস্তান সবাই হাতে পাচ্ছে, সবাই পোস্ট করতে থাকুক, আমরা নতুন বই আগামি সাপ্তাহে ঘোষণা দেই, কে শুনে কার কথা, একটু আগে দেখি পোস্ট দিয়া ফেলছে।

এখন চিন্তা করতেছি আরেকটা স্পেশাল বইয়ের কাভার করা আছে, না জানি সেটা কখন পোস্ট দিয়া দেয়।

এ বইটি অনুবাদ করেছেন Din Muhammad Sheikh ভাই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *